আমি যখন ঘুমাই,
সত্যি করে বলো তো,
বলো তো কোথায় যাও বলতো তোমরা?
কেউ তো থাকোনা,
শুধু ঘুম আর শূণ্যতা মিলেমিশে  একাকার।
হ্যাঁ স্বপ্ণ উঁকি মারে বটে,
কেউ কেউ আসোও তোমরা,তোমাদের মধ্যে থেকে,
তার হাত ধরে আমার কামনায় ।
তবে সে তো মিথ্যা ,জানি মায়া।
তবে যাওটা কোথায়?
নাকি ছিলেই না কোনোদিন,
ঘুমটাই সত্য,
বাকি সব সবটাই মিথ্যা,
সবটাই স্বপ্ণ,সবটাই মায়া।