এতো হাসির কি আছে?
এতো ব্যাঙ্গাত্মক দৃষ্টিরই বা মানেটা কি?
ভুল তো তোমারও হয়।
ঐ যে সেদিন।
কবে যেন?
ঠিক পড়ছে না বটে মনে,
ভুলটা করলে না?
ভুলে তো তুমিও গেছিলে।
আরে ধুত্তরি,
কি যেন ভুলটা করলে?
মনে নেই?
তুমি কিন্ত বড্ড যাচ্ছো ভুলে।
আজ না হয় করেছি আমি
ছোট্ট একটা ভুল।
এইরে কি যেন ভুল ।
হ্যাঁ পড়েছে মনে
না হয় খুঁজছিলাম ফোনে
ইয়েটার নম্বর,
মিসড্ কল দেব বলে।
বুঝবে কখনও তোমারও ইয়েটা হারালে।
আসলে ভুলটা করেছো তুমি।
প্রয়োজন ছিলো বলার,
চশমা ছাড়া ফোনের লেখা
দেখতে পাইনা আমি।
তুমি কিন্ত বড্ড যাচ্ছো ভুলে।