অত শান্ত কখনও লাগেনি তোমায়
আগে কখনও,সেদিনের মত।
কখনও অত নীরবও দেখিনি
আগে কোনোদিন,সেদিনের মত।
যদি সত্যিই ঈশ্বর থাকতেন,
দিতেন না অতটা নীরব হতে,
অতটা শান্ত হতে ,তোমায় সেদিন।
যদি থাকতেন
কোনো ফুল ঝরতো না অকালে।
যদি থাকতেন
থাকতেন না তিনি অমর হয়ে,
স্বার্থপরের মত।
যদি থাকতেন তবুও,
চাইতাম মৃত্যু তাঁরও,সেটাও অকালে।