কতটা পথ একা হাঁটা যায়?
যায়কি আদৌ ?
নাকি তাকে হাঁটাই বলে না।
তবুও তো ঘাম ঝড়ে
দৃশ্যপট বদলায়
বদলায় সময়
ফেলে আসা পথও যায় সরে
অনেক অনেক দূর।
সেই কবে হেঁটে ছিলাম দল বেঁধে
অনেকগুলো স্বপ্নের সাথে
একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে
মাঝপথে হয়ত
ভেঙে ছিলো ঘুম,
তাই দিশেহারা  আজ,
হাঁটি একাই রাত থেকে দিন
ক্লান্ত যদি হই একবার।  
যদি আবার পায় ঘুম একবার,
ফেরে যদি স্বপ্নগুলো আবার ।
কথা দিলাম কাঁধে কাঁধ মিলিয়ে
হাঁটবো আবার।
নিরূদ্দেশ স্বপ্নগুলো আমার।