" অনেকদিন পর আবার।
অনেকদিনের  পর আজ আবার লিখতে ইচ্ছে করছে।
ওহহ! একি !!!! খাতায় তো কে লিখেই রেখে গেছে যেন।
কে যেন। হ্যাঁ  কে যেন। হযত কোনো বেঘোরই  হবে মনে হয়।
আপন খেয়ালে । কোনোদিন খাতাখানি পেয়ে।
হয়ত স্মৃতির সরণি বেয়ে অথবা স্বপ্নের তরণী ।
যাই হোক বিনা শ্রমের ফসল।
আর কি কেল্লা ফতে।
শুধু হাত বুলিয়ে আঁক কষে যাচ্ছি আজ।
ওপর ওপর অক্ষরগুলোর
শুরু থেকেই।
শুরু থেকেই কিন্তু । এক শব্দও  জোড় খায়নি।
স্বপ্ন নাকি ফুটেছে আজ গোলাপের কাঁটা হয়ে।
কোন বাগানে, ঠিকানাটা পাওয়া যায়নি।
উড়ো খবর তো তাই হয়ত!
তাই তো বলতে বলতে গেল ঝোড়ো বাতাসটা।
আরও বলে গেল  রক্ত চাই। তাই।
গোলাপগুলো নাকি রক্তজবা হতে চায়।
কি আশ্চর্য!!গোলাপেরও স্বপ্ন !!
তাও রক্তজবা!!অবাক কান্ড বটে।
কিরম যেন পরিপন্থী না ভাবনাটা ! তাই না?
সবই ঠিক আছে
স্বপ্ন ফুটেছে গাছে
না হয়  কাঁটাই হয়ে ,না হয় গেলই বয়ে।
কিন্ত হরফগুলো অক্ষরগুলো শব্দগুলোর
রঙ কেন যাচ্ছে বদলে।
কেন বদলে যাচ্ছে!!!!!!
তবে কি আজ কবিতাও স্বপ্নকে পেতে চায়।
বদলাতে চায়।
গোলাপ নয় রক্তজবা হতে চায়।
শুধু হাত বুলিয়ে আঁক কষে যাচ্ছি আজ।
ওপর ওপর অক্ষরগুলোর
শুরু থেকেই।
শুরু থেকেই কিন্তু । এক শব্দও  জোড় খায়নি।


এই শেষ পর্যন্ত । "