সত্যিই কি কিছু পাওয়ার আছে?
নাকি আছে কিছু দেওয়ার?
না আমার না তোমার প্রিয়োতমা।
কি ছিলো বা আছে বা থাকবে ।
সবই  শুধু তো সে স্বার্থপরের।
শুধু মাঝে কয়েকটি বৃত্ত ।
কটি জীবন আর কটি মৃত্যু ।
কি লাভ বলো দেখি ভালোবেসে প্রিয়োতমা?
আমি ভালোবাসবো তোমায়
আর  তুমি তোমার সবটুকু আমায়।
আর নেপোএ মারবে দই প্রতিবার।
তারচেয়ে চলো বিদ্রোহ করি।
প্রেমের নামে ছলনা করি।
অমৃতের লোভে আসুক সে স্বার্থপর ।
আর আবার হোক সে নীলকন্ঠের নামে সমনজারি।
এসোনা প্রিয়োতমা এবার শুধুই ছলনা করি।


দুঃখিত  কবিরা।  ঠিকঠাক  বিষয়শ্রেণী খুঁজে পেলাম না। আমার এ রচনার। রূপক নয় বটেই। নয় হযত বিদ্রোহ বা প্রেম। হয়তো শুধুই এক আস্ফালন । হয়ত রাখা উচিত ছিলো এ কবিতার আসরে এক পৃথক বিষয়শ্রেণী । একেবারে নির্দিষ্ট একটি বিষয়শ্রেণী । নাম যার “অক্ষমতা ”।