স্রষ্টার একটি ভুল হয়ে
দিব্য আছি।
দায় কোনোদিনই সৃষ্টির নয়,
এ কথা জানে একটি সদ্যোজাতও।
হয়ত তারই প্রতিবাদ করে সে।
জন্মেই মুষ্টিবদ্ধ
দুটি হাত তুলে।
অবোধ্য ভাষায় ,গোঁঙানীতে,
তীব্রতর  কান্নায়
হয়ত খোঁজে সাবলম্বন।
হয়তো খোঁজে স্বাধীনতা।
পায়না কোনোবার।
তবুও রয়ে যায় প্রতিবাদটুকু।
আর রয়ে যায়
সেও
স্রষ্টার একটি ভুল হয়ে।