বিধেয়টা বুঝছি গোটা জীবনটা জুড়ে।
প্রতি মুহূর্ত  ,
প্রতি পল ,প্রতি অনুপলে।
সূর্যোদয়ে ,বেলা দ্বিপ্রহরে।
অথবা দিগন্ত শেষের সূর্যাস্তে।
ঘনঘোর আমাবস্যায়
অথবা জ্যোৎস্নালোকিত পূর্ণিমায়।
তবু কেটে যায় দিন
থেকে দিন থেকে রাত প্রতিবার।
শুধু বুঝিনা
পারিনা বুঝতে উদ্দেশ্যটা কোনোবার।
হয় না কোনোবারই
গোটা বাক্যটির মর্মোদ্ধার।
যেন এ রহস্য কারো
অহংকারে মিলেমিশে একাকার।