বিন্দুমাত্র  ইচ্ছে নেই তুমি হওয়ার।
না তোমাকে পাওয়ার।
না তোমাতে মিশে যাওয়ার।
আমার ক্ষমতা ছিনিয়ে ,
নিতান্ত এক কুশীলব বানিয়ে,
মহান তুমি
পরম তুমি শক্তিমান তুমি।
সমকক্ষ কে চায়?
স্রষ্টা নয়!
সৃষ্টি কিন্ত চায়।
তাই বাঁধে ঘর উন্নত অপত্যের আশায়।
একদিন হবে বিস্ফোরণ ,
সমূলে হবে বিশ্বাসের উৎপাটন ।
সেদিন হবে দেখা।
হয়ত সেদিন তুমি আমার অপত্য,
আমার স্নেহে পালিত হবে একা।
সেদিন হবে দেখা।