দেহ বলে ,মন বলে,
বলে বোধ
“প্রতিদিন বদলাচ্ছি,
একটু একটু করে প্রতিমুহূর্তে।
অস্থির সময় প্রতিমুহূর্ত সীলমোহর ”।
আর আমি !!!
সে কে?
যে সময়কে করে তাচ্ছিল্য ,
প্রতি মুহূর্তে প্রতিটি রূপান্তরে
মারে পাল্টা সীলমোহর ।
দেহ মন বোধ প্রতিটি ক্ষেত্রের চেতন।
সে ক্ষেত্রজ্ঞ কে?
প্রশ্নটা বড় প্রাচীন ।
উত্তর খুঁজে মরে এ অর্বাচীন ।