যতবার শূন্য থেকে শুরু করতে যাই।
এক এসে পথ আগলে দাঁড়ায়।
নিশান গেঁড়ে আমার যাত্রাপথ
নির্দিষ্ট  করে দেয়।
পথ নাকি একেরটাই।
সে ডাইনে যাও বা বাঁয়ে
বা যাও যে চুলোয়।
পরিচয় হবে হয় ঋণাত্মক  
অথবা ধনাত্মক।
চলতে হবে একেরই নির্দিষ্ট করা পথে।
একেরই নিশান পথে।
মাঝে মাঝে হয়ে পড়ি বিভ্রান্ত ।
মনে হয়
শূণ্যই হয়তো রূপ বদলে
এক হয়।
আমাকে অস্তিত্বের পথে ঠেলে দিতে
দুই হয় তিন হয়
চার হয়
ভগ্নাংশ হয় দশমিক হয়
অসীম হয়।
শূণ্যই হয়তো রূপ বদলে
দিক নিশান হয়
আমার জীবনপথ হয়।
হয়তো শূণ্য শুধু
আমার জন্যই শূণ্য থেকে আমার আমি হয়।