বড় অসহায় লাগে,
যখন দেখি আমার সীমাবদ্ধতাকে।
দেখি যখন
এ বিশ্বকে ,এ চরাচরকে
তারাও সীমাবদ্ধ মাত্র দুটি, দুটি সম্ভাবনাতে।
শূণ্যে  অথবা একে
আছে অথবা নেইতে
থাকা অথবা না থাকাতে
জীবন অথবা মৃত্যুতে।
নাকি সীমাবদ্ধতাটাই আর একটা সম্ভাবনা,
বুঝিনা
হয়ত অভাব আমার বোধে,
হয়ত
বোধই আমার সীমাবদ্ধতা ।