এ বিভাগে একেবারে নতুন। ঠিক আলোচনা নয় শ্রদ্ধেয় কবি বন্ধুরা।  বলতে পারেন কিছু নিজের সংশয় দূর করার প্রয়াস। কবিতার নামে রোজই কিছু না কিছু লিখি। মনে যা আসে তাই। আসরে পোস্টও করি। কিন্ত সংশয় রয়ে যায় রোজই ,কবিতা হচ্ছে কি?তারপর একটি একটি করে কবি বন্ধুদের মন্তব্য আসে গোটা দিন ধরে,একটু একটু করে মনের জোর ফিরে আসে,পুরোটা না হলেও  কিছুটা সংশয় দূরও হয়। সাহস জোটে  ,দিনের শেষে আবার লিখে ফেলি আরও একটি “কবিতা“। লেখা শেষে আবার সংশয়।


তবেকি পাঠকের ভালো লাগাই কি একমাত্র  মানদণ্ড । কবিতার সাফল্য কি পাঠকের স্বীকৃতিতেই। কতগুলি শব্দের সমাহার কি তখনই কবিতা হয়ে ওঠে যখন তা পাঠকের মনে  ঠাই পায়? কবি বন্ধুরা কি বলেন।