অদ্বৈত আমোদমত্ত
সৃষ্টিসুখের উল্লাসে।
প্রাণে প্রাণ রোজ ওষ্ঠাগত
প্রাণের ঠেলায় প্রাণ ভাসে।
মত্ত একাই আপন খেলায়
একলাই দিনরাত।
প্রতিবার সেই নিজের চালে
নিজেই কিস্তিমাত।
বেখেয়ালী এমন সৃষ্টি
মরি লজ্জায় হায়।
সুযোগ পেলেই এক প্রাণ ধরে
অন্য প্রাণকে খায়।