আমার আজ ইচ্ছা করছে
দূরের  ঐ  আকাশটাকে ছুঁতে
নীল আকাশে,মেঘের কোলে,
জমিয়ে রাখা ইছে গুলো সব উড়িয়ে দিতে-
ইচ্ছে করছে শ্রাবণ ধারায় আজকে ধুয়ে যেতে।

আমার শ্রাবণ বুকের ভেতর
লিখছে ধারাপাত,  টুপ, টুপ্ ,টুপ, টাপ---
পায়ে পায়ে বাজছে আমার জলেরই নুপুর,
ভিজছে, আমার আকাশ, বাতাস
ভিজছে, সারা দুপুর।


ভাসছি আমি, কাঁদছি আমি,
আমার সুখের দিন--
বাঁধন ছেঁড়া ইচ্ছে গুলো হয়েছে রঙীন ।


আমার ডুবতে থাকা সকল স্বপ্ন
হটাৎ উঠল ভেসে,
ইচ্ছে করছে ,যাই চলে যাই
     অচিন  নিরুদ্দেশে ।