দেখিনা আর পুরো আকাশটা কে l
গ্রীলের খাঁচায় মাথা ঠেকিয়ে ,
খণ্ড খণ্ড মেঘ আর অস্পষ্ট রোদ্দুর . . . .
ব্যস্ত রাস্তায় চলমান ছবি l
আমার চোখ কোলাজ আঁকে ,
স্মৃতির কাগজ ছিঁড়ে ছিঁড়ে - - -
শান্ত নিদাঘ দুপুর , ব্যস্ত বিকেলের l
তারপর সন্ধ্যা নামে শহরতলীর শরীরে
পান পাত্রের শেষ চুমুকের মত,  আলো গিলে নেয় রাত l
রঙ্গীন আলোয় আলোময় হয় কালো রাত
আর হারিয়ে যায় আমার কোলাজ গুলো l