আকাশ আজ অশ্রুমতী
            ছড়িয়ে এলো চুল,
      নদীর বুকে দিচ্ছে ফেলে
             চোখের জলের ফুল।
    
ভাসছে নদী, ভাসছে বাঁধ,
              অশ্রুমতীর দুখে
         কেমন করে আমরা থাকি
                সুখে,পরমসুখে।


      জল ঢুকেছে খেত খামারে
             জল,বইছে নিরবধি,
       নিকোনো উঠান জলের তলায়
              ঘরের ভেতর নদী।