বার বার তোমাকে পাবার পর
কেড়ে নিয়ে যাবার আয়োজন চলে
অতি সান্নিধ্যে পুরনো হয় পাছে
তাই কি নতুনত্বের মোহ
এই ভাবেই টিকিয়ে রাখে


জীবনযন্ত্রের তারটি যে সুরেই
বাঁধতে চাইছি মনপ্রাণ জুড়ে
বিধাতা কেন তার ওপর
তাল-লয় সুর নামিয়ে আনছে
খাঁদে অথবা উচিয়ে উচ্চে