অসম্ভব নির্জনতার সাথে কথা বলি
অন্ধকারে ভেসে ওঠে আমার লাল টিপ


ঘুমের মধ্যে স্তিমিত আলো দেখতে পাই
আমি কথা বলি আমার ভালোলাগা মন্দলাগা
নিশ্চুুপ থাকে আমার কাজল নয়ন


আমি কথা বলি আমার প্রণয়ের সাথে
পরিণয়ের সাথে, বিরহ বিচ্ছেদের সাথে
আমার সমস্ত কথা অভিমান হয়ে যায়


আমি কথা বলি আমার পালঙ্কের কাঠের পায়া
ছুঁয়ে বটবৃক্ষের সাথে
আমার যাবতীয় সমর্থন, শিক্ষা
রুপকথার মতো বিষাদের কলস ভরে যায়


আমি জীবনের সাথে কথা বলি
কথা বলি আসন্ন মৃত্যুর সাথে
শরীরে ভেসে ওঠে সুখের জোৎস্না
সমস্ত কথা কাজলের টিপ হয়ে যায়