জন্মেই আমি স্ত্রী হইনি
জন্মছিলাম মানুষ রুপে
বয়সের ভারে স্ত্রীলোক
ব্যাঙাচি আমি ঘরকোনে


ব্যাঙাচির লেজ খসে ব্যাঙ
শ্বশুর বাড়ি পদার্পনে
আমি লোক খসে স্ত্রী
পুর্নাঙ্গ এক ব্যাঙ


জন্মসূত্রে প্রাপ্ত পদবি পরিচয়
গেল সব খসে
মা বাবা যাক ভেসে
শ্বশুর শ্বাশুরি নিয়ে জীবন


স্বামীকে তুষ্ট করতে
প্রথমে তুমিই সব
কিছুদিন যেতেই ভরসা কম
এখন কেবল আমি আমার


বছরখানেক গেল ভালোই
এখন তুমি আমি লাগে ঠোকাঠুকি
বিয়ের রসগোল্লার রস গেল বেড়িয়ে
পরে রইল ছানা


আর রইলাম আমি-- র স্ত্রী রুপ