সুখী দম্পতি মানেই কলহ
কলহ ভেতরের প্রতিভা টেনে বের করে
টেনে আনে পূর্বপুরুষ
তুমি সুচঁ ফোটাও তো
আমি কাটাঁ
চলতে থাকে আকুপাংচার
কথার কাটাঁ আর সুচেঁর থেরাপিতে
লো প্রেসার বেড়ে হাই
নাট্যমঞ্চে নাটক জমে ক্ষীর
আমি বলি মায়ের জাত, আমি দূর্গা
ওদিক থেকে সুচেঁর ত্রিশুল প্রস্তুত
বলে আমি তবে ভোলানাথ
বুক দিলাম পেতে
ব্যাস দুর্গা তখন কালী
নারীশক্তি গলে জল
আর্থিং যে শায়িত ভোলানাথ
ঘরে ঘরে চলছে কলহ
চলুক ক্ষতি নেই
বরং কলহ না বলে
বলি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান