আমি চলে যাওয়ার পর
সেই পথে দাড়ায়ে তুমি দীর্ঘ নিশ্বাস ফেলো
আমার সাথে সংযোগ ছিন্ন হওয়ার পর
আমার অপেক্ষায় থাকো
আমার কান্নাগুলো যখন শুকিয়ে মরুভূমি
তখন তুমি সুখের খোজ নিয়ে আসো
ভালবাসার কেবল এক গন্ডুস অনুভূতি চেয়েছিলাম
আজ ভালবাসার সমাধিতে ইমারত গড়েছ
আজ ও সেই আমি ,,আমি আছি,,,তুমিটা গেছ বদলে
সেই ইমারত আজ জনসাধারনের
সেইদিন তুমি চুম্বনে ইতস্তত ছিলে
আজ তোমার ভালবাসার নিদর্শনে জনগণ নির্বিশেষে চুম্বন করে যায়
চেয়েছিলে নিভৃতে সংগোপনে রাখবে তোমার ভালবাসা
সে ভালবাসা আজ বহুমনে কৌতুহল
পূর্নিমার রাতে তাই কোলাহল শুনতে তোমার আমার অতৃপ্তির হাহাকার
সম্পর্কের মাঝে এমন টানা পোড়ন থাকা যেন এক
অবশ্যম্ভাবী বাস্তবতা। তবু সব কিছু ছাপিয়ে
তৈরী হয় ভালবাসার তাজমহল।
খুব সুন্দর লাগলো কবিতা। কবিকে শুভ কামনা।
দারুন!!খুব সুন্দর লাগল।