গাছ পাতা পাথর
আকাশ বাতাস নদী
আর আমি
এইতো তোমার কবিতা


তুমি প্রকৃতি প্রেমিক
তুমি আমার প্রেমিক
তোমার কবিতায় তাই
শোভা পায় আমি এবং প্রকৃতি


বসন্তে তোমার প্রেম কবিতায়
প্রবল ঝড়ের রাতে ভয়ে
তুমি দেবী জ্ঞানে পুজা করো প্রকৃতি
হতে পারি আমি সেই ঝড়ের রাত


রিমঝিম বৃষ্টিতে তোমার কাব্য টইটুম্বুর
অতিপ্লাবনে ভীত তুমি
পলায়নরত উদবাস্তু
আমি সেই কাব্যের অতিপ্লাবন


সান্ধভ্রমনের গুটি গুটি পায়ের
তারার গায়ে তোমার কাব্যের খোঁচা
হঠাৎ উল্কাবৃষ্টি তোমার কাব্য পাতায়
তারাদের গায়ে ঘনীভুত মেঘ আমি


আমি প্রকৃতি
আমি তোমার প্রেমিকা
তোমার কাব্যে সৌন্দর্য ভোগে আমি
কিন্তু তোমার পাশে সাথে আমার ঠাঁই নেই