তোমার জন্য কবিতা লিখে রেখেছি
তুমি চলে যাওয়ার পর তোমার কথা ভেবে


তোমার হাত ধরে হেটেঁছিলাম বৃষ্টি ভেজা সন্ধায়
সেদিনের সে সুখ আজও আছে রন্ধ্রে রন্ধ্রে
প্রতিটি বৃষ্টি ফোঁটা মনে করিয়ে দেয় তোমাকে
তোমার কাঁপা কাঁপা ঠোঁটে আমার অধর স্পর্শ
তোমার আলিঙ্গনে আমায় নিষ্পেসিত
তোমার লোমশ বুকের গন্ধ আমি আজও অনুভব করি


আবার ও যাই সেই পথে একা হেটে
ওই পথের পাশের ঘাসেরা বলে তোমার কথা
ওই ক্ষয়ে যাওয়া রাস্তা শুধোয় আমি কেন একা..?
ওখানকার আকাশ বলে বড়ো ম্লান লাগছে না কী আমাকে......?
মেঘ গর্জে বলে দে ভিজিয়ে ওকে,,অশ্রু সব ধুয়ে যাক
আমি একা হেটে যাই


আমি যেন এক নদীতে স্নান করে উঠলাম
আমি তোমায় চেয়েছিলাম
আকাশের মতো,,সমুদ্রের মতো,,পৃথিবীর মতো
জগতের অনন্ত দুঃখ বেদনার মতো অসীম ভালবাসা
তাই ভাবি আমার পূজার দেবতাকে কী আমি খেলাঘরে টেনে নামালাম..?


আমি তোমার জন্য কবিতা লিখে রাখলাম
তুমি চলে যাবার পর তোমার কথা ভেবে