জানি এখন আর আমার কবিতারা
তোমায় নাড়া দিয়ে যায় না
সেই আগের মতো আমার ভাষাহীন কথা
তোমায় ছুয়ে যায় না


জানি আমার কবিতার লাইনগুলো
আজ তোমার কাছে দুর্বোধ্য
সেই আগের মতো আর
মুল্য পায় না


জানি কালের নিয়মে পুরাতন আমি
চোখের তারায় রোমাঞ্চ জাগে না
সেই আগের মতো একটু স্পর্শে
সব পেয়েছির দেশে যাওয়া যায় না


জানি এখন আর আগের মতো
আমার কবিতা মনের ভাষা পায় না
সবই ক্ষয়ে যায় কালের তরে
তাই তোমায় দোষ দেওয়া যায় না