কাল হঠাৎ নিজের সাথে দেখা
দ্রুত খুব দ্রুত লয়ে মনের আবহাওয়া
যাচ্ছিল বদলে
কখনো খুব সুখের আবেশে
হ্যা 'সব আছে' এই ভাবনাটাই
বেশ সুখী করেছিল
আবার এইযে সব ছেড়ে
নিজের সাথে দেখা
আরও ভীষণ সুখী


হঠাৎ ই পেলাম নিজের দেখা
ভীড় বাসের মানুষের পঙ্কিল নিশ্বাসে
মানুষ যখন দুর্বিসহ
মাঝ পুকুরে ছোট্ট মেয়ের
ডুব সাতাঁরে পেলাম নিজের দেখা


হঠাৎ করেই নজর গেল
ঠিক পাশের সিটে
ভালোবাসার আপনজনে
কেমন দুটি রয়েছে মেতে
অন্তরের ঐশর্য্য ঢেলে
নিজেকে করছে দৈন্য
মনের কোণে ফিরে পেলাম
সেই যুবতী আমি'র দেখা


বাকী টা পথ চলতে হবে
ফিরে এলাম নিজেকে ফেলে একা