কৌতুহলকে ফুটিয়ে নিঃশব্দে হেসে চলে যেতে
ভাবতাম কী বলবে?প্রেম না কি
কোনো শরীর বিষয়ক ?


কিন্তু তুমি যে ভীতু
তোমার সারাদেহে কামনার পোকা কিলবিল করছে
অথচ মুখে পবিত্র প্রেম নিবেদন


তুমি সোজাকে কঠিণ করে তুললে
প্রেমকে দলিল করে শরীরের অধিকার পেতে চাইলে
অথচ শরীরটাই ছিল সরল সহজ পথ


কিছুটা শরীরি গন্ধ বিলিয়ে ছিড়ে দিলাম তোমার প্রেম
সেই ক্ষণে তুমি এবং তোমার প্রেম শহীদ হয়ে গেলে
মুখ লুকোতে আমার শরীর বেছে নিলে


এক অদ্ভুত বন্য গন্ধে কিছু স্যাতঁস্যাতে ফুল ফুটল
না কি প্রেম বর্জিত কিছু শিকড় ছাড়া উদ্ভিদ জন্মালো
কিন্তু তোমার প্রেম মুখ এক মুঠো মাটি পেল না


শহীদ হল এক নগ্ন চরিত্র
যার শেষ আর্তি ছিল এক মুঠো প্রেমের মাটি