যতদুর চোখ যায়
কুয়াশাময় তুমি
এপার থেকে তুমি
ম্লান হতে হতে অদৃশ্য
মনে হল যাক মুক্তি পেলাম
বাধঁন টা জড়িয়ে জড়িয়ে
বেধেঁ রেখেছিল


বাধঁন খসেছে মনে করতেই
বাধঁনে টান পড়ল
যা নেই বলে জানলাম
তারই টানে পাঁকে পাঁকে
হৃদয় ভেঙে পড়ল
অহেতুক দংশনে
দিখন্ডিত হলাম


যে বাঁধনের দড়িগুলো
বেদনাময় মনে হয়েছিল
সে বাঁধন ছিঁড়ে যাওয়ার মুহুর্তে
ফুলের মালা মনে হল
অনুভুতির সীমানায় যেন
আপনি হাত বাড়িয়ে দিল
মিলনের পরম সুখে


শেষে খোলা দড়জার ওপারে
তোমার পানে চেয়ে ম্লান হাসলাম
তাতে রাগ নেই, অভিযোগ নেই
অভিমান ও ছিল না
যেন রাত্রি জাগরণের পর
শ্রান্ত রজনীগন্ধার হাসি


তুচ্ছ কথার অন্তরালে
অনারম্বর চেষ্টায়
সংকোচের বাঁধ ভেঙে
তোমার হৃদয় স্পর্শ টুকুই নিলাম