সদর দরজা খুলতে ভয় লাগছে
মনে হয় হঠাৎ যেন কে কড়া নাড়ছে
ওইতো সে দাড়িয়ে
অন্ধকার একপাশে


বলছে এসো
এবার এলে দেবো না আর ফিরিয়ে
থমকে দাড়াই
দরজা যেন জীবন আর মরণের সীমানা


নাহ্ এলো না কেউ
না প্রেম না ভাগ্য
পেলাম না চাওয়া
সব পাওয়া এক না পাওয়ার মাঝে ফিরে গেল


ফলহীন বৃক্ষ
নিজের ই অশুভ ছায়ায়
দাড়িয়ে অনন্তকাল
দরজার এপাশে


তবু দেখি কে যেন দাড়িয়ে
বিশাল আকৃতির লোক
কাধেঁ কুঠার নিয়ে রোজই ঘুরে যায়
কে তুমি..................