জীবন হল ভগবানের এক জিজ্ঞাসা
আমরা কেবল তারই উত্তর হাতড়ে বেড়াই
প্রাণটাই যদি খুজেঁ না পাই ,,
দেহটার দান কতটুকু.?
বাতাসটা থমকে গিয়ে কান্নার গলা টিপে
প্রাণটা খুজেঁ বেড়াই


মরুভূমির ওপর যদি বুকের রক্ত ক্ষরণ হয়
তবে কী সে মরুভূমি উর্বর হয়.?
বাসনার প্রতীক সারা অঙ্গে একেঁ দিলেই
কী হৃদয়ের আবেগ সঞ্চারিত হয়
হৃদয় মিলিয়ে দেবার কী
এটাই একমাত্র উপায়.?


শুনেছি মরবার আগে কোথাও গিয়ে
কইফিয়ৎ দিতে হয়
ছাই করেছি নিজেকে
তবু অটুট রেখেছি প্রত্যয়
যদি মহাকালের বিচারসভায়
দাড়িয়ে মীমাংসা হয়


জানি সেখানেও মীমাংসা হবে না এই জিজ্ঞাসার