চাইছি এমনটাই হোক
তুমি কালো বলে
বিয়ের বাজারে
দর কষাকষি হোক
আমি সোনার আংটি
বাঁকা হলেও
তোমার সোনার বিনিময়ে
আইবুড়ো নাম ঘুচে যাক

আমি চাইছি
ভীষণ ভাবে চাইছি
তোমাকে সতী
সাজিয়ে রাখতে
সতীত্বের পরীক্ষা
নিয়ে তোমাকে
মহান করে রাখতে

যদিও আমার সতীত্বের মাপকাঠি নাই