এই ভাবেও ঘুমিয়ে থাকা যায়
কাল রাতের বিষাদগুলো ছিল এখানেই
একটি ভীরুপাখি ডানা ঝাপটে উড়িয়ে নিল সে বিষাদ


এইতো তুমি ছুয়ে গেলে ঘুমের ঘোরে
গতকালের গতিহীন জীবন নদী
নদীটি আজ তুমুল গতিবেগে বয়ে গেল


এইভাবেই চিন্তারা সব ঘুমিয়ে ছিল
আজ ভাবনারা সব ঘেরাটোপ থকে বেড়িয়ে
মাদল বাজায় তালে তালে


ওই যে মহুয়া গাছে উড়ান চড়ুই পাখি
আমি মহুয়া পান করলাম
আজ খোলোস খানি খসিয়ে ফেললাম


এখানে ঘুম নেই
এখানে বেঁচে আছি
এইতো অপূর্ব চারুকলা


------আমি এবং তুমি