সংসার যুদ্ধে ক্লান্ত হয়ে আসা আমি পরিণত যৌবনা
নারী কেন দুর্বল থাকবে ?
অসীম শূন্যতার মাঝে পূর্ণতার মিথ্যা ছলনা দিয়ে
কেন ভরিয়ে রাখবে না ?
যৌবনের দিন, ব্যকুলতার দিন,আশা আগ্রহের সোনায় মোড়া ভালোবাসার দিন
ফুড়িয়ে কি যায় নি ?
সংসারের কাছে ঠকতে ঠকতে ক্লান্ত হয়ে যাওয়া বিবর্ন দিন
আর কি রঙিন হবে ?


জানি এ প্রশ্নের উত্তর আছে কি নেই
আকাশের খবর রাখি না
মাটিতে আমার চলাচল
হালকা প্রকৃতির আমি
সুখে হাসি,দুঃখে কাদিঁ,রাগ হলে ঝগড়াও করি


জীবনের হিসাবে সার্থকতা খুজেঁ দেখা হয় নাই
খেয়ালের কতৃপক্ষ যা দিয়েছেন ,নিয়েছি মাথা পেতে
আধছেড়া অনুভুতি, অসমাপ্ত আবেগ, থেমে যাওয়া ভালোবাসা
তবুও তো কিছু পেয়েছি


ওই টুকু পাওয়াতেই না হয় থাকলো আমার অহংকার