এক আকাশ মেঘ
নিরন্তর ভাসিয়ে দেবার ডাক
পথের দুধারের বট বাঁশ
পথের বাধাঁ কাটিয়ে
ডালে ডালে চুম্বনের ঘন প্রশ্বাস


পুষ্করিনীর ঢেউ দোলে
দমকা ঝরের তালে
রাজহংসীর প্রেমে মত্ত
রাজহংসের জলকেলী
ডুব দিয়ে ওই তল না পায়
গভীর প্রেমের অতলে


রোমাঞ্চিত প্রকৃতি আজ
প্রেমের বাণ ডেকেছে
ফোঁটা ফোঁটা তীক্ষ্ণ শুল
তনুময় শীতকাটা
অঙ্গেঅঙ্গে ছোঁয়াছুঁয়ি
লুকোনো প্রেমের কাটাঁ


ভেসে গেলাম
ভাসিয়ে দিলাম
প্রকৃতি এবং আমি
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
আজ তুই বড়ই দামী


আজও চল একাত্ম হই
শুধু তুই আর আমি