মেঘের কালো পরদা সরে যেতেই
আকাশটা খোলা হয়ে গেল
বৃষ্টিটা থেমে যেতেই
অশ্রুবন্যা দৃষ্টিগোচর হল


পথের রেসটুকু পথেই
ফুরিয়ে গেল
বিশ্বাসের মায়াবি খেলায়
কবিতাকে হার মানতেই হল


কে যেন বলেছিল
আমার কবিতারা নিঃসঙ্গ
সঙ্গ হারাতে হারাতে
সত্যি সে সঙ্গী হারালো


বৃষ্টির আবেগে
আবেগ ধুয়ে
আজ কবিতা
নিজের অস্তিত্বে
আপন সত্বায় ফিরে এল