আমি আমি আমি
আশে-পাশে, নরনারী শিশু-বৃদ্ধ , পন্ডিত-মুর্খ, উচুতলা-নীচুতলা
সর্বকন্ঠে কেবল আমি
আ----মি


আপনার যদি সর্দিকাশি হয়
তো আমার নিমোনিয়া
আপনার যদি ১০ জন চাকর থাকে
তো আমার ২০ জন
আপনার যদি ছেলে দুষ্টু
তো আমার মেয়ে মহাদুষ্টু
আপনি যদি আপিসের বস হন
তো আমি ওই আপিসের মালকিন


বুঝলেন কি না প্রাধান্য চাই
আমি কে সহশ্র বর্ণে বিকশিত করে শান্তি হচ্ছে না
যতক্ষণ না আপনার আমি কে আমার আমি দিয়ে নস্যাৎ করতে পারছি


বাস্তব ক্ষেত্রে আপনাকে ছাড়িয়ে ওঠা মুশকিল
তাতে বিশেষ গুণ,সামর্থ,শক্তি,বুদ্ধি,বা বিশেষ প্রতিভা আবশ্যিক


কিন্তু মাঞ্জা দিয়ে কথার সুতোকে
ইচ্ছামত আমি টাকে আকাশে উড়িয়ে দেওয়া যায়
কিন্তু পচাঁ সুতো
কেটে গেল
গোত্তা খেয়ে পরে রইল আমি