ভালোবাসার রং উঠতে উঠতে
এক সময় আবেগের পলেস্তেরা যায় খসে
লাল ক্ষত দগদগে অবিশ্বাসেরা
জাহির করে নিজ সত্বা
সময়ের কালে আবেগের সেই
জৌলসে মরচে ধরা গাঁট
একটু দমকা বাতাসেই
ঝরে পরে ঝুরঝুর
আবেগের প্রলেপ সরে যেতেই
ভালোবাসা হয় ফুরফুর


কিন্তু কালের নিয়মে পুরাতন হয়
আবেগ অনুভুতি ভালোবাসা
জানি নতুন এসে শূন্য করে পূরণ
মুখ গুঁজে পরে থাকে আবেগের ভগ্নদশা