বৃষ্টি টা দ্যাখ আমায় ভিজিয়ে যায়
মেঘের চাদরে ঘোমটা দিয়ে
আমায় নতুন বৌ সাজায়
মধ্যবেলায় শৈশবের কাদাঁ মাখিয়ে
যৌবনের বাণ ডেকে যায়
দ্যাখ বৃষ্টি টা আমায় ভেজায়


ভেজা ভেজা শরীরের
সেঁদো সেঁদো গন্ধে
ভরা আদরের প্লাবন
হিম হয়ে আসা আঙুলের ডগায়
শিৎকার তোলে বর্ষণ
বৃষ্টি টা দ্যাখ আমায় ভিজিয়ে যায়


ভিজতে ভিজতে সিক্ত বৃষ্টি
আমায় নেশা ধরিয়ে যায়
চুরি করে দেখা ভেজা শরীরে
অন্তরে নিজের সর্বনাশ
আয় বৃষ্টি তুমুল ধারায়
আবারও ভিজে যেতে চাই