একতাল পাথরচাপা বিষাদ
যখন কবিতার ত্রিশুল হয়ে
বিঁধলো তোমার বুুকে
তুমি কবিতায় নিষেধাজ্ঞা দিলে


পাথরভাঙা শব্দেরা যখন
বুকের পাঁজর ভেঙে
কবিতায় পায় আশ্রয়
তুমি কলম কেড়ে নিলে


হৃদয়তন্ত্রীতে যখন ঝংকার তুলে
কবিতার মাঝে নিজেকে সপেঁ দেয়
তোমার হৃদয়ের ক্রন্দনে
অশ্রুর ফোঁটায় ডাইরি ভিজিয়ে দিলে


তাই আজ থেকে বিষাদময় কবিতায়
নিষেধনামা জারি করে দিলে