যতনে রেখেছিলেম যা
ততোধিক যতনে চুরি করেছ তা
.
.
সুখের নেশায় ভুলেছিলেম যাতনা
সুখ চুরি করে দিয়ে গেলে বাসনা
.
.
দেহের থেকে উর্ধ্বে দিয়েছিলেম স্হান
আগুণচাঁপা ছোঁয়ায় হল ব্রহ্মচর্যের অবসান
.
,
না হল না আর তোমার সাধনা
দেহাতীত হয়েও হল না ষড়রিপুর কামনা