কলমীলতারও স্বাদ জাগে
প্রেমময় গোলাপ হবার
লতিয়ে শক্ত ডালপালা ছড়িয়ে
গুল্ম হয়ে বেঁচে থাকবার


#####


ভুল করে ভুলে বলিবার
বারংবার গোলাপ আহ্বাণে
স্বপ্ন জাগে মনের গহীনে
কলমীলতার গোলাপ হবার


######


জোৎস্নায় আলোকিত দিনের ভ্রম
অমাবস্যায় কাটে ঘোর
একলা কলমীলতার কাটাহীন ফুলে
স্বপ্নের ঘোর কাটে নিজের পানে দেখবার


######


ভুলে ভরা স্বপ্ন চুরমার
অপমানের গ্লানি,
অবিশ্বাসের আয়নায়
নিজেরে দেয় ধিক্কার


######
কলমীতার স্বপ্ন
লুটিয়ে পড়ে গোলাপ হবার