স্ত্রীরা গায়ে এক সের গহনা চাপিঁয়ে
হেলে-দুলে ,ঘুরিয়ে-ফিরিয়ে, দেখে দেখিয়ে
আহ্লাদে স্বামীর সোহাগ দেখায়


জনকের দায়বদ্ধতার গহনাও
সংসারে স্ত্রী-র মান বাাড়ায়
কথার প্যাঁচে বাপের ঐশ্রয্যের গুণ গায়


কিন্তু দিনশেষে গহনার হিসাব দিতে হয়
ইচ্ছামত দান করাও দায়
স্ত্রীধন তাই স্ত্র্রী-র নয়


বাপ স্বামীর ঐশর্য্যের পরিচয়