কলমীলতা ক্রমশ গোলাপ হয়ে উঠছে
রঙে রূপে সুরভিতে একাকার হয়ে
গোলাপের বিষাক্ত রক্তরস মেখে
কলমীলতার রং টকটকে লাল হয়ে যায়


আশ্চর্য্যরকম ভাবে সময় বদলে চলেছে
গোলাপের গভীর রসের ভাবনায়
ঝাপসা চোখে স্বপ্ন সাকার হয়
কলমীলতা বাহারি গোলাপের স্বপ্ন দেখে যায়


অবহেলিত কলমীলতা গোলাপ হয়ে উঠছে
গোলাপের সুরভীতে মায়াবী হয়ে উঠছে
পায়ে মাড়িয়ে যাওয়া কলমীলতা
ক্রমশ গোলাপের রঙ রূপে একাত্ম হয়ে যায়


দুবাহু বাড়িয়ে কলমীলতা
গোলাপের স্বপ্ন আকড়ে রয়