দীর্ঘকালের শিক্ষা ,সংস্কার,অভ্যাস
বেধেঁ রেখেছে সামাজিকতা
নতুনত্ব সেখানে দূরাগত


তবুও কি শুধু আমার "আমি" বলে কিছু নেই?
অহরহ নিজেকে নিয়ে পালিয়ে বেড়ানোই কী সামাজিকতা ?


নারীমনের সহনশীলতার বর্মে ঘা খেয়ে মরে যায় আমিত্ব্য
পাছে হাস্যস্পদ হয়ে লোকের কাছে মাথানত


তবু স্বপ্ন দেখে মন
নীল খামে করে আসবে সে মুক্তির আহবাণ
হয়তো বা সে চিঠি এসেছে
সে চিঠির মূল্য আজও কজন বুঝেছে....???