আমি ছাগল হতে চাই
নিয়তি অন্ধকার জেনেই ছাগল হয় বলির পাঠাঁ
মানুষ যুপকাষ্ঠের দিকে না জেনেই এগোয়
ছাগল জানে তাই সে ভাবহীন
মানুষের জন্ম নিয়ে ছাগল হবার অপমান এড়াতেই
ছাগল হতে চাই


জীবজগতে ছাগল ই সবোর্চ্চ দার্শনিক
ছাগলের জন্মে উল্লাস নাই
মরণে ভয় নাই
মৃত্যু শোকে কাতর হয় না
জবাই হবে শুনেও চোখ বুজিয়ে পাতা চিবোয়
যেন সাক্ষীপুরুষ
মরণকালে ব্যা চিৎকার প্রয়োজনীয়
সে চিৎকারে সে বলতে চায়
জীবন অপেক্ষা মরণ সত্য


তাই জীবনের সার বুঝতে ছাগল হতে চাই