ভোগ যদি সম্পুর্ন না হয়
ত্যাগ এর ধারনা আসে না
পরিপূর্ন সংসারি ই
পারে নিস্ঠাবান সন্ন্যাস হতে


আকন্ঠ পাপে ডুবলেই
পূন্যাত্মার সন্ধান মেলে
অতি কামুকেরই
শেষে নিষ্কাম হয়


পতনই উথ্বান এর পথ
রক্তগঙ্গাই অহিংসার বাণী যোগায়
রত্নাকর রাই যে বাল্মিকী হয়
কারণ পূর্বজ্ঞানই উত্তরজ্ঞান দেয়


আর আমি সাধারণ সমানতালে চলছি তো চলছি
মাতৃগর্ভের দরজা দিয়ে ভ্যাঁ করে ঢুকেছি
বেচেঁ আছি আলুপোস্ত
দ্বিতল আস্তানা
আর অভ্যাসের সহবাস
দুটো সন্তান শান্তিতে ঘুম


শেষে কোনো মারন রোগে ধুকতে ধুকতে মৃত্যুর দরজা দিয়ে প্রস্হান.......