সময়ের অস্তিত্ব বলতে কেবল রয়ে গেল পরিবর্তন
গভীর প্রাকৃতিক চেতনার অন্ধকারে পথ হারিয়ে ক্রমশ পথ পরিবর্তন


দেখতে দেখতে বদলে যাচ্ছি ক্রমশ নিজের ইচ্ছার বিরুদ্ধে
সংসার মাকড়সার জাল আমার সারা মুখে জড়িয়ে যাচ্ছে


মাঝে মাঝে ঠান্ডা অতি ঠান্ডা নিরাশার সবুজ সাপ আমায় ছুয়ে যাচ্ছে
সাপের খোলস ,,শ্যাওলা,,ছত্রাক আমার বুকের তলায় জমে উঠছে


নিজেকে দেখতে পাচ্ছি হলদ ধুসর লাল নীল বিচিত্র এক গিরগিটি
সারা গায়ে হেরে যাওয়ার শিহরনের কাটাঁ শক্ত আর খসখসে


ক্রমশ আমার পা ভারী হয়ে উঠছে
বুকে হেটে যেতে যেতে অসহ্য যন্ত্রনায় রক্ত ক্ষরণ হচ্ছে


আমি বদলে যাচ্ছি
আমি মানুষ গিরগিটি তে রুপান্তরিত হচ্ছি..