অর্থহীন কথার পরে কথা দিয়ে
দুটি হৃদয় বিনিময়
টুকরো হাসি ,টুকরো চাহুনি
পরিণত গভীর প্রনয়


আত্মায় আত্মায় স্পর্শের অনুুভূূতি
কথার শিকলে হয় দুটি প্রাণ বন্দী
মাঝে মধ্যে ছুড়িঁকাটাকথা
রাগিয়ে দিয়ে রাগ ভাঙাবার ফন্দী


অভিমানে খান খান হয়েও
প্রনয়কে বুুকে জড়ায় অভিমানিনী
চিরকালীন সংস্কার ভুলেও
মন্ত্রমুগ্ধের ন্যায় লাজহীন প্রনয়িনী


প্রনয় আকাশের ন্যায় বিশাাল
সেই বিশালতাকে আয়ত্ত করতে পারিনি
তাইতো অভিমানের শূন্যতাকে
আপন করে আমি অভিমানিনী