কবিতা আমার নষ্ট
রক্ত- মাংস আর জীবনে
আমার কবিতারা ভ্রষ্ট


তোমরা বিলাপ করো
নিয়ে আবেগের চচ্চরি
আমি মাটিতে বাস করি


আমি কাচাঁ মাংসের
ঘিনঘিনে মাছি তাড়াই
কলমকে অস্ত্র্র বানাই


নষ্ট জীবনের
নষ্ট কবিতা লিখি
নষ্ট সমাজে যাকিছু দেখি