গভীর প্রনয়ে
হাতদুটি বাড়িয়ে
ছুঁয়ে দেই তোমায়

ছোঁয়া পেতেই
কম্পিত অধরেই
দেখি দ্বন্দের লড়াই

প্রনয়ে পরিনয়ে
দ্বন্দ সবিনয়ে
লোকলজ্জার দ্বিধা জয়ী হয়